বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬০৮২ জনের মৃত্যু
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ১৬:২৩
আপডেট:
১৯ অক্টোবর ২০২১ ১৭:২৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৮২ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬০২ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ২০ হাজার ১৭২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮০৪ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৪৯৪ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৯ লাখ ১ হাজার ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৬ হাজার ৪১৪ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৩৮৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।
আপনার মূল্যবান মতামত দিন: