শুক্রবার, ২১শে মার্চ ২০২৫, ৬ই চৈত্র ১৪৩১


ভারতের উত্তরাখণ্ডে বৃষ্টি ও বন্যায় ৩৪ জনের মৃত্যু


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৫:৫৬

আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৫:৪৫

ছবি-সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে তিনদিন ধরে টানা বৃষ্টি ও হঠাৎ বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।

রাজ্যের পার্বত্য এলাকাগুলোতে বিপর্যয়ের মাত্রা সবচেয়ে বেশি। এই এলাকাগুলোর সড়ক ও ভবন পানির নিচে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। খবর-এনডিটিভি।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। বাড়িঘর-সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ৩ টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

রাজ্যের পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, ‘বৃষ্টিপাতজনিত ঘটনায় ২৪ থেকে ২৫ জনের মৃত্যু হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top