নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০২:১৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:৪৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায় অস্ত্রধারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়।
স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় মাজা-কুকা গ্রামের মাশিগু এলাকায় ভোর ৫টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষবে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
মাজা-কুকা এলাকাটি রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে। খবর- রয়টার্স, এপি।
আপনার মূল্যবান মতামত দিন: