ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান: ইমরান খান
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০৫:০২
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:১৫

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।
সোমবার রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান এ কথা বলেন। খবর- দ্য ডন ও হিন্দুস্তান টাইমস।
একদিন আগে তার দেশ বিশ্বকাপ মঞ্চে ১০ উইকেটে হারিয়েছে ভারতকে। উচ্ছ্বাসের সেই আবহেই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার ইচ্ছা পূরণ করলেন।
ইমরান খান বললেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা একান্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে।
পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো।
আপনার মূল্যবান মতামত দিন: