শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


টিভি পর্দায় হাজির হলেন তালেবানের প্রতিষ্ঠাতার ছেলে


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ২০:৩২

আপডেট:
২৮ অক্টোবর ২০২১ ২০:৪২

ছবি-সংগৃহীত

তালেবানরা আফগানিস্তান দখলের পর এই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুব।

বুধবার তিনি টেলিভিশনে দেওয়া ভাষণে স্থানীয় ব্যবসায়ীদের হাসপাতাল ও ক্লিনিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

নব্বই দশকের শেষ দিকে তালেবান প্রথম দফায় ক্ষমতায় আসার পর মোল্লা ওমর খুব কমই জনসম্মুখে আসতেন। তার ছবি প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এমনকি ২০১৩ সালে মৃত্যুর পরও দুই বছর সেই খবর গোপন রাখা হয়েছিল।

তবে ২০ বছর পর গত আগস্টে দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর তালেবান সরকারের মন্ত্রীরা অনেক বেশি জনসম্মুখে আসছেন এবং রাজনৈতিক ভূমিকা পালন করছেন।

মোহাম্মদ ইয়াকুব বলেছেন, ‘আসুন এখানে কিছু অর্থ বিনিয়োগ করি, ব্যবসায়ীরা ভাইদের এখানে হাসপাতাল, ক্লিনিক তৈরি করতে হবে, এখানে চিকিৎসকদেরও আসতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top