শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১


২০ কেজি ওজন কমেছে কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ১১:১৩

আপডেট:
২২ মার্চ ২০২৫ ২২:২০

ছবি-সংগৃহীত

সম্প্রতি উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের ওজন ১৪০ কেজি থেকে কমে ১২০ কেজিতে নেমেছে। তবে এরপরও যথেষ্ট স্বাস্থ্যবান রয়েছেন তিনি। চলতি বছর তার জনসম্মুখে আসাও বেড়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস জানিয়েছে, উনের ওজনের তথ্য নিশ্চিত হতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। এছাড়া উনের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহে তারা অন্যান্য পন্থা অবলম্বন করেছে।

ব্রিফিংয়ে যোগ দেওয়া দুই আইনপ্রণেতা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে উনকে কিছুটা চিকন দেখা গেছে। তবে ওজন কমলেও উনের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দেয়নি। ধারণা করা হচ্ছে, নিজের শারীরিক অবস্থা উন্নতির জন্য উন যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি তারই অংশ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top