বিশ্বে গত ২৪ ঘন্টায় আরও ৭৬৮৮ জনের মৃত্যু
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০০:০৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:১৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন। মারা গেছেন ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫০৯ জন।
করোনায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬০ হাজার ২৬৮ জনের।সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৯২৩ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ নয় হাজার ১১২ জনের। আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১০ লাখ ৫৪ হাজার ৬৬০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: