শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৮, আহত ৩০০


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৪:১০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:১৪

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে এস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভাল নামের এক কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভাল নামের এই কনসার্টে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। পেছন থেকে স্টেজের সামনের দিকে যাওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হলে ভীড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতেই পদদলনের ঘটনা ঘটে।

হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হাত-পা কেটেছিলে যাওয়ায় প্রায় ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর-বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top