ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ১৯:৫২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৫৮

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবন লক্ষ্য করে রোববার (৭ নভেম্বর) ভোরে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। খবর-এনডিটিভির।
তবে তাৎক্ষণিক ভাবে এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: