অপুষ্টির শিকার হয়ে
আফগানিস্তানে মারা যেতে পারে ১০ লাখ শিশু
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ২২:৪৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:১৫

চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার হয়ে মারা যেতে পারে ১০ লাখ শিশু। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন, রাতে আফগানিস্তানের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং শীতকালীন তাপমাত্রার কারণে বৃদ্ধ ও তরুণরা নানা রোগে আক্রান্ত হতে পারে। হাসপাতালগুলোর ওয়ার্ড ইতোমধ্যে শিশুদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। এদের মধ্যে ৭ মাস বয়সী একটি শিশুও রয়েছে দুর্বল স্বাস্থ্যের কারণে যাকে নবজাতকের চেয়েও ছোট দেখাচ্ছে।
সম্প্রতি আফগানিস্তানে হামে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে ২৪ হাজার শিশুর ক্লিনিক্যালে ভর্তির তথ্য পাওয়া গেছে।
হ্যারিস বলেন, ‘অপুষ্টির শিশুদের জন্য হামে আক্রান্ত হওয়া হচ্ছে মৃত্যুদণ্ডের মতো। আমরা যদি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নেই তাহলে আমরা আরো অনেক বেশি মৃত্যু দেখব।’
আপনার মূল্যবান মতামত দিন: