ইকুয়েডরে কারগারে সংঘর্ষে ৬৮ জন বন্দী নিহত
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০০:১৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:৪০

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারির একটি কারাগারে সংঘর্ষে অন্তত ৬৮ জন বন্দী নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কারা অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ ইউনিট জানিয়েছে, সেখানে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা গিয়েছিল। দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনো এত কয়েদি হতাহত হননি।
কর্মকর্তারা বলছেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। লিটোরাল পেনিটেনশিয়ারিতে ধারণক্ষমতা ৫ হাজার ৩০০ হলেও সেখানে সাড়ে ৮ হাজার বন্দী রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: