ভারতে মহিষ দুধ না দেওয়ায় মামলা
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০৮:১৬
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৩:৩৪

ভারতের মধ্যপ্রদেশে মহিষ দুধ না দেওয়ায় মামলা করেছেন এক কৃষক। রোববার রাজ্যের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কৃষকের অভিযোগ তার মহিষ দুধ দোহন করতে দিচ্ছে না। সম্ভবত জাদুটোনার প্রভাবে সে এই কাজ করছে।
উপ-পুলিশ সুপার অরবিন্দ শাহ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘বাবু লাল জাদব নামের এই গ্রামবাসী শনিবার নয়াগাও থানায় অভিযোগ করেছেন।প্রায় দুদিন ধরে তার মহিষ দুধ দোহন করতে দিচ্ছে না। অন্যান্য গ্রামবাসী তাকে জানিয়েছেন, জাদুটোনার প্রভাবের কারণে মহিষটি দুধ দোহন করতে দিচ্ছে না।’
থানায় অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষ নিয়ে ফের পুলিশের কাছে আসেন। এসময় তিনি পুলিশের কাছে সাহায্য চান।
অরবিন্দ শাহ বলেন, ‘আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি ওই গ্রামবাসীকে পশু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য। রোববার সে থানায় এসে পুলিশকে ধন্যবাদ দিয়ে জানিয়েছে, সকাল থেকে তার মহিষ দুধ দেওয়া শুরু করেছে।’
আপনার মূল্যবান মতামত দিন: