যুক্তরাষ্ট্রের নিন্দায় পাকিস্তান
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৩:১৫
আপডেট:
২১ নভেম্বর ২০২১ ০৬:২৩

পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।খবর দ্যা ডনের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর প্রকাশ করে। আসিম ইফতিখার শুক্রবার ইসলামাবাদে বলেছেন, ওয়াশিংটন বাস্তবতা ও প্রকৃত সত্য অস্বীকার করে এ পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, পাকিস্তানে একটি বহু ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এবং এদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এছাড়া, পাকিস্তানের সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ঘোষণা করেন, পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: