বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


চীনা সীমান্তে সংঘর্ষ: কর্নেলসহ ৩ ভারতীয় সেনা নিহত


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ০০:০০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫২

ছবি: সংগৃহীত

লাদাখের সীমান্তে গালোয়ান উপাত্যাকায় ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় এক কর্নেল ও দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি দুই দেশের সেনা সদস্যরা আহত হয়েছেন। সীমান্ত নিয়ে সামরিক পর্যায়ের বৈঠকের কয়েক সপ্তাহ পরে এমন বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েক দশক পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সেনাসূত্র জানিয়েছে, গুলি ছাড়া যেসব সেনার মৃত্যু হয়েছে, তারা ভারতীয় ভূখণ্ডে শারীরিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শরীরে পাথর ও লাঠির আঘাত রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে উত্তেজনা নিরসনের চেষ্টা করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ১৯৬২ ও ১৯৭৫ সালের পর চীন-ভারত সীমান্তে এটি কোনো রক্তাক্ত সংঘর্ষের ঘটনা। সূত্র-এনডিটিভি।


সম্পর্কিত বিষয়:

ভারত চীন লাদাখ এনডিটিভি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top