উবার ইটসে পাওয়া যাবে গাজা!
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ২৩:২৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৩:০২

সম্প্রতি কানাডায় উবার ইটসে খাবারের পাশাপাশি অর্ডার করা যাবে গাজাও। আর সেটা বাসায় নয়, ডেলিভারি দেওয়া হবে কাছের কোনো স্টোরে। সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্রেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন উবার ইটস কানাডার যোগাযোগ শাখার প্রধান মেগান ক্যাসারলি। খবর বিবিসি ও ইন্ডিপেন্ডেন্টের।
তারা অন্টারিওতে ‘টোকিও স্মোক’ নামে গাজার খুচরা বিক্রেতার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সেবা চালু করেছে।
ক্রেতারা টোকিও স্মোক থেকে উবার ইটসের মাধ্যমে গাজা অর্ডার করতে পারবেন। আর সেটা গ্রহণ করতে পারবেন টোকিও স্মোকের নিকটতম স্টোর থেকে।
এটার জন্য উবার ইটস একটি ডেডিকেটেড অপশনও চালু করেছে। সেখান থেকে গাজা কিংবা টোকিও স্মোক সার্চ করে অর্ডার প্লেস করা যাবে। সেখানে নিকটবর্তী গাজার দোকান অর্থাৎ টোকিও স্মোকের অপশন দেখাবে। সেটাকে ক্লিক করে অর্ডার করার এক ঘণ্টার মধ্যে সংগ্রহ করা যাবে গাজা।
তবে এই সেবা কানাডার অন্যান্য প্রদেশেও চালু করার আপাতত কোনো পরিকল্পনা নেই উবার ইটসের। এমনটাই জানিয়েছেন মেগান ক্যাসারলি।
প্রসঙ্গত, কানাডা ২০১৮ সালে সেখানে বিনোদনমূলক গাজা বিক্রির অনুমোদন দিয়েছে। ধারনা করা হচ্ছে চলতি বছর অর্থাৎ ২০২১ সালে সেখানে ৪ বিলিয়ন ডলারের গাজা বিক্রি হবে।
আপনার মূল্যবান মতামত দিন: