মেডিকেলের নবীনবরণ থেকে করোনা আক্রান্ত ১৮২
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৩:১৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪৩

ভারতের কর্ণাটক রাজ্যের একটি মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে ৬৬ জন শিক্ষার্থীসহ করোনায় আক্রান্ত হয়েছে ১৮২।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধারওয়াদের এসডিএম মেডিকেল কলেজে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশেরই দুটি টিকা নেওয়া ছিল। ৩০০ জনের পরীক্ষা করানো হলে ৬৬ শিক্ষার্থীসহ ১৮২ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের অধিকাংশরই করোনার মৃদু উপসর্গ রয়েছে।
এ ঘটনা জানার পর গণহারে শিক্ষার্থী ও স্টাফদের করোনা পরীক্ষা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ হাজারের মধ্যে ১ হাজার জনের পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
রাজ্যটি স্বাস্থ্যবিষয়ক কমিশনার ড. রণদ্বীপ বলেন, আক্রান্তদের মধ্যে করোনার নতুন ধরনের উপস্থিতি আছে কি না, তা জানার জন্য আমরা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার জন্য নমুনা পাঠিয়েছি।
তিনি আরও বলেন, নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন ছিল গত ১৭ নভেম্বর। সেখান থেকেই ছড়িয়েছে ভাইরাস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, করোনায় আক্রান্তদের ক্যাম্পাসের ভেতরেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং দুটি হোস্টেল সিলগালা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: