বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ২৩:৩৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:২৯

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ২৪ হাজার ২৯৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ২২৫ জনের। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৪১৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭৫ জন। শনাক্ত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৮৮২ জনের।
গত এক দিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের করোনা শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৭২৫ জনের এবং মারা গেছেন ৩১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১ হাজার ১৭৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়। এই সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৮৬০ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ লাখ ৪ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৯৬৪ জন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৭৯০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: