বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


রোববার থেকে খুলছে মক্কার ১ হাজার ৫৬০টি মসজিদ


প্রকাশিত:
২০ জুন ২০২০ ০৩:৩৯

আপডেট:
২০ জুন ২০২০ ১৭:০৯

ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে পবিত্র নগরী মক্কার ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে।

গত মাসে সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল। রোববার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দেড় সহস্রাধিক মসজিদ খুলছে মক্কার।

শুক্রবার (১৯ মে) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেখানে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রি মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল।

গত কয়েক দিন ধরে স্বেচ্ছাসেবকরা মক্কার মসজিদে মুসল্লিরা কতটুকু নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সেগুলোর জন্য কার্পেটে চিহ্ন আঁকায় ব্যস্ত সময় কাটিয়েছে বলে গালফ নিউজে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top