চীনে ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৬
প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২২ ২৩:৩৩
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৯:২৪

ছবি : সংগৃহীত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে একটি প্রতিষ্ঠানের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ওই বিস্ফোরণ ঘটে। খবর দ্যা গার্ডিয়ানের।
ধসে পড়া ওই ভবনে নিচে আরও লোকজন চাপা পরে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ৬০০ একটি উদ্ধারকারী দল সেখানে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে ২৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা ১৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
সম্পর্কিত বিষয়:
বিস্ফোরণ
আপনার মূল্যবান মতামত দিন: