শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বৃটিশ মহিলা এমপি

মুসলমান হওয়ায় বাদ দেয়া হয়েছে


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২২ ২৩:০৪

আপডেট:
২৪ জানুয়ারী ২০২২ ২৩:০৭

বৃটিশ মহিলা এমপি নুসরাত ঘানি

মুসলমান হওয়ায় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন বৃটিশ মহিলা এমপি নুসরাত ঘানি। এমন খবর দিয়েছে লন্ডন থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম সানডে টাইমস-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বৃটিশ পার্লােমেন্টের এই সদস্য জানান, উপমন্ত্রীর পদ থেকে বরখাস্তের সময় তার ধর্মবিশ্বাসের প্রসঙ্গ তুলেছিলেন সরকারী দলের এক হুইপ। নুসরাত ঘানি উল্লেখ করেন, মন্ত্রিসভা থেকে অপসারণের ব্যাখ্যা চাইলে তাকে জানানো হয়, তিনি যে একজন “মুসলমান” সেটা একটা ইস্যু হিসেবে তোলা হয়েছিল।

তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হুইপ মার্ক স্পেনসার জানান, নুসরাত ঘানি তার কথাই বলেছেন। ঘানির অভিযোগটি মিথ্যে এবং মানহানিকর বলেও জানান তিনি।

ব্রিটিশ আইনে ধর্মবিশ্বাস অনুযায়ি কারও বিরুদ্ধে বৈষম্য বেআইনি।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top