করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে
প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ০৩:৪৩
আপডেট:
১৮ মার্চ ২০২০ ১৬:৪৪

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৭ মার্চ রাত ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে সাত হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৭৫৮। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮০ হাজার ৮৭৪ জন।
ইতালিতে সোমবার একদিনেই এ ভাইরাসে ৩৪৯ জন মারা গেছে। এর আগে গত রোববার দেশটিতে রেকর্ড সংখ্যক ৩৬৮ জন করোনাভাইরাসে মারা গেছে। ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে করোনায় তিনজনের মৃত্যু হলো। করোনাভাইরাসে পাকিস্তানে একজন মারা গেছেন। এটি এ ভারাইসে দেশটিতে প্রথম মৃত্যু।
একদিনেই ১৩৫ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। দেশটিতে এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১ হাজার। করোনা ভাইরাসে ১ কর্মী আক্রান্ত হওয়ার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন সংস্থাটির দু'টি চূড়ান্ত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় প্রথমবারের মতো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির সরকার। ইউরোপের দেশ স্পেনে সোমবার ১৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্সে নতুন করে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৮।
সম্পর্কিত বিষয়:
করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: