উত্তর মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি আটক
প্রকাশিত:
২৪ জুন ২০২০ ১৫:৫৩
আপডেট:
২৪ জুন ২০২০ ২৩:৫৩

গ্রিস সীমান্তের নিকটবর্তী হাইওয়েতে ট্রাকে ৬৪ বাংলাদেশিকে পাওয়ার পর তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে নর্থ মেসিডোনিয়ার পুলিশ।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নর্থ মেসিডোনিয়া পুলিশ জানিয়েছে, গত সোমবার টহলের সময় নর্থ মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্ট্রুমিকা এলাকার কাছাকাছি একটি হাইওয়েতে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। এর বেশি তথ্য জানায়নি পুলিশ। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিবাসীদের আটক করে সীমান্তবর্তী গেভগেলিজা নামের একটি শহরে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের গ্রিসে ফেরত পাঠানো হবে।
তথাকথিত বলকান অভিবাসন রুটের বেশিরভাগ অংশই পড়েছে সাবেক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের ভেতরে। এ পথটি ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। আর চলতি বছরের শুরুর দিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ মহামারির কারণে গ্রিস-নর্থ মেসিডোনিয়া সীমান্ত বন্ধ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সীমান্ত বন্ধ হলেও এ রুটে মানবপাচার চক্র এখনো সক্রিয় রয়েছে।
সূত্র- এপি
আপনার মূল্যবান মতামত দিন: