জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলা; পাঞ্জাবের মেসে গুলি
প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ০৩:২৪
আপডেট:
৮ মার্চ ২০২২ ০৩:৩১

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর আমিরাকদলে গ্রেনেড হামলায় নিহত হয়েছেন ১ বেসামরিক ব্যক্তি। আহত হয়েছেন আরও ২০ জন।
গণমাধ্যমগুলো জানায়, আমিরাকদলে নিরাপত্তা বাহিনীর একটি দল মোতায়েন ছিল। এ সময়ে তাদের লক্ষ্য করে চালানো হয় গ্রেনেড হামলা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরিত হয় অন্য জায়গায়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অন্যান্য নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রাখে।
পুলিশের আইজি বিজয় কুমার জানান, সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে। রোববার ৬ মার্চ, বিকেলের ওই ঘটনায় হামলাকারীদের খুঁজতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এদিকে, ভারতের পাঞ্জাবে অমৃতসরে বিএসএফ-এর একটি মেসে গুলিবর্ষণে পাঁচ জওয়ানের মৃত্যু হয়। এ ছাড়া এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। আহত জওয়ানের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, রোববার ৬ মার্চ কনস্টেবল সত্তেপ্পা এস নামে এক জওয়ান অমৃতসরের খাসাতে বিএসএফের সদর দফতরের মেসে গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত জওয়ানরা ১৪৪ তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সত্তেপ্পা সহ ৫ জওয়ান প্রাণ হারান।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: