দিল্লিতে আগুনে ৭ জনের মৃত্যু
প্রকাশিত:
১২ মার্চ ২০২২ ২২:৫১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৫৯

ভারতের দিল্লি শহরের গোকালপুরি এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে আগুন লাগার পর শনিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করেছে।
দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়। দমকলের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার পর ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে গোকালপুরি এলাকার ৬০টি ঘর পুড়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: