জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
প্রকাশিত:
১৩ মার্চ ২০২২ ০৪:০৯
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৭

২৪ ফ্রেবুয়ারি থেকে দেশটিতে রাশিয়ার হামলা শুরু পর যুদ্ধ থামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দিন দিন জটিল হচ্ছে যুদ্ধের হিসাব-নিকাশ।
ইউক্রেনের দক্ষিণে মারিউপোল ঘিরে রেখেছে রুশ সেনারা, শহরটিতে আটকা পড়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। বন্দর নগরী মারিউপোলের এক মসজিদ লক্ষ্য করে গোলা ছুঁড়েছে রাশিয়ান বাহিনী। যেখানে আশ্রয় নিয়েছে তুর্কি নাগরিকসহ ৮০ জন বেসামরিক লোকজন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ঐতিহাসি সুলতান সুলেমান ও তাঁর স্ত্রী রোজোলানা (হুররেম সুলতান) মসজিদে হামলা চালিয়েছে রাশিয়া।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার করেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। ইরানের পার্সটুডে জানায়, শুক্রবার ১১ মার্চ রাশিয়ার আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোন রকম তথ্যপ্রমাণ ছাড়াই রাশিয়া দাবি করে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র চালানো হয়েছে। তবে জাতিসংঘ বলেছে, এরকম কোন প্রমাণ তারা পায়নি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো রাশিয়ার এমন অভিযোগ অস্বীকার করে বলে, ‘ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগের ক্ষেত্র প্রস্তুত করার জন্য মস্কো এই অভিযোগ তুলেছে’।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর জো বাইডেন এক বক্তব্যে বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেন।
এদিকে ইউক্রেন আশঙ্কা করেছে, খুব শিগগিরই রাশিয়ার সাথে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
মারিউপোল সুলতান সুলেমান মসজিদ ইউক্রেন রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেলারুশ
আপনার মূল্যবান মতামত দিন: