চীনের সাংহাইতে লকডাউন; মারা গেছে ৭ জন
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ০০:৩৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:৫৯

চীনের সাংহাই প্রদেশে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অন্ততঃ ৭ জন। চীনা কর্মকর্তারা জানান, বেশিরভাগ আক্রান্তের বয়স ৬০ থেকে ১০১ বছর।
চীনে করোনা ভাইরাসের ওমিক্রণ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে সাংহাই প্রদেশে দেয়া হয় লকডাউন। সংবাদ সম্মেলনে চীনা স্বাস্থ্য কর্মকর্তা ওয়া কিয়ানু জানান, করোনা ভাইরাসের টিকা নেননি মারা যাওয়া ৭ জন।
অসমর্থিত সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে, চীনের সাংহাই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার বেড়েই চলেছে। তবে প্রচার মাধ্যমে কঠোর বিধিনিষেধের কারণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ছাড়া অন্য কোন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করার সুযোগ নেই।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: