শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


জুমাতুল বিদায় আল কুদস দিবস পালনের প্রস্তুতি


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২ ১৯:৪৯

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৬:১৭

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস

প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে মুসলিম উম্মাহ। এর পাশাপাশি দিনটিকে আল কুদস দিবস হিসেবেও পৃথিবীর বিভিন্ন দেশে পালন করে মুসলমানরা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সারাবিশ্বে পালন করা হয় আল কুদস দিবস।

১৯৪৭ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইল প্রতিষ্ঠা করে ইহুদিরা। পশ্চিমাদের সহযোগিতায় মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস, হযরত ইব্রাহিম (আ:), ইসহাক (আ:), ইয়াকুব (আ:), নুহ (আ:), দাউদ (আ:), সুলাইমান (আ:)-সহ বিভিন্ন নবী-রাসূলের এর স্মৃতি বিজড়িত স্থানগুলো তাদের অধীনে নিয়ে নেয় ইহুদিরা। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুসলমানরা। যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তোলে এক বছর পর ১৯৪৮ সালে। সে সময় ফিলিস্তিনি যুবকরা যুদ্ধের ময়দানে বেশ বীরত্বের পরিচয় দেয়।

মুসলমানদের প্রথম কিবলা, মুসলিম ঐতিহাসিক স্থানগুলো দখলের প্রতিবাদ এবং এগুলো পুনরুদ্ধারে শপথে ইরানের ইসলামী বিপ্লব নেতা ইমাম খোমেনি রমজান মাসের শেষ শুক্রবারকে আল কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে সারাবিশ্বে মুসলমানরা পালন করছে আল কুদস দিবস। এবার ৪৫তম আল কুদস দিবস উপলক্ষে ইরানে বেশ কিছু কর্মসূচী ইতোমধ্যে পালন করা হয়েছে।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top