সৌদির সাথে আবার সম্পর্ক উন্নয়নে এরদোগান
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২ ১৯:৫৫
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২২:১৬

ইসরাইলের পর এবার সৌদির সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগি হয়েছে তুরস্ক। দেশটির রিসেপ তাইয়েপ এরদোগান খুব শিগগিরই সৌদি আরব সফরের পরিকল্পনা নিয়েছেন। তুরস্কের সূত্রে এমন খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা পার্সটুডে। সূত্রগুলো জানায়, ২৭ এপ্রিল বৃহস্পতিবার, সফরের সময়সূচি ঠিক করা হলেও, কিছু কারণে তা আগামী মাসে চলে যেতে পারে।
সৌদি রাজবংশের সমালোচক সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর তুরস্কের সাথে সৌদি আরবের উত্তেজনা চলে বেশ কয়েক বছর। এরদোগানের সফরের মাধ্যমে এই উত্তেজনা অনেকটাই প্রশমিত হবে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সম্প্রতি খাশোগি হত্যার মামলা স্থগিতের আদেশ দেয় তুরস্কের আদালত। ২৬ আসামির অনুপস্থিতিতে এতদিন চললেও মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় তুরস্ক। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এই ঘটনায় দু দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এই ইস্যুতে তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে সৌদি আরব।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
খাশোগি হত্যার মামলা তুরস্কের প্রেডিন্টে রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি বাদশাহ সালমান এরদোগানের সৌদি আরব সফর
আপনার মূল্যবান মতামত দিন: