বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


চাপের মধ্যে ট্রাম্প


প্রকাশিত:
৩ জুলাই ২০২০ ১৭:০৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:২৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। করোনাভাইরাস আর অর্থনৈতিক বিপর্যয়ে ইতিমধ্যেই ব্যাপক ঝামেলার মধ্যে আছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় নির্বাচন ট্রাম্পের জন্য আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। রিপাবলিকান শিবিরে ট্রাম্পের মিত্র বলে খ্যাত অনেকেই ডেমোক্র্যাট শিবিরে যোগ দেওয়ার ঘটনায় আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। আর এই ঘটনায় অন্য মিত্ররাও ট্রাম্পকে ব্যাপক চাপের মধ্যে রেখেছেন।

রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনের বাকি আর চার মাস। এখন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের যে অবস্থা তাতে অধিকাংশ জনমত জরিপের ফলাফলই তার দিকে যাচ্ছে। সম্প্রতি ইপসোসের এক জরিপে জো বাইডেনের জেতার চান্স ৮৫ শতাংশ রয়েছে বলে উল্লেখ করা হয়।

রয়টার্সকে ট্রাম্পের কয়েকজন মিত্র নাম প্রকাশ না করে জানান, ট্রাম্প নিজেই নিজের শত্রু। গোটা যুক্তরাষ্ট্রে যেখানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে জাগরণ উঠেছে সেখানে ট্রাম্প এখনো তার বক্তব্যে ‘শ্বেতাঙ্গ ক্ষমতা’ নিয়ে বলে যাচ্ছেন, যা ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এক রিপাবলিকান নেতা বলেন, ‘ট্রাম্পের এখন যা অবস্থা তাতে তার নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতেই অনেকটা সময় লাগবে। আর ততদিনে জো বাইডেন তার থেকে অনেক এগিয়ে যাবেন। বরং ট্রাম্প আজকাল যা করছেন তার মানে দাঁড়ায়, তিনি সরে যেতে চাইছেন ক্ষমতা থেকে।’

ধারণা করা হচ্ছে, আগস্ট মাস নাগাদ সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল সম্ভবত রিপাবলিকান সিনেট প্রার্থীদের ট্রাম্প থেকে দূরে থাকার উপদেশ দেবেন। তার উপদেশটা এমন হতে পারে তারা যদি নিজেরা নির্বাচনে জিততে চান, তাহলে ট্রাম্পের থেকে দূরে থাকাই তাদের জন্য ভালো হবে। এ বিষয়ে হোয়াইট হাউজ মুখপাত্র জুড ডিরে জানান, প্রেসিডেন্ট বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পান না। ট্রাম্প ও তার দল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য কৌশল নিয়ে কাজ করছেন।

হোয়াইট হাউজ ঘনিষ্ঠ এক রিপাবলিকান জানান, গত সপ্তাহে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জো বাইডেনের থেকে পিছিয়ে পড়েছেন। ওই রিপাবলিকানের মতে, ট্রাম্প জানেন যে তিনি গাড্ডায় পড়তে যাচ্ছেন। আর এ নিয়ে ট্রাম্পের আসলে কিছু করার নেই।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top