ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭
প্রকাশিত:
৯ জুন ২০২২ ০২:৫৭
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১২:১৫

ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে দেশটির মরু শহর তাবাসে এই দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বুধবার ভোরে তাবাসে যাত্রীবাহী একটি ট্রেনের সাত বগির চারটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। তাবাস ইরানের রাজধানী তেহরান থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধারকর্মীরা অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান। আহদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন লাইনের কাছে একটি খনন যন্ত্রের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে রাতের বেলায় খনন যন্ত্রটি কিভাবে ট্রেন লাইনের কাছে আসলো।এক কর্মকর্তা ধারণা করছেন, সংস্কার কাজের অংশ হিসেবে যন্ত্রটি সেখানে নেওয়া হয়ে থাকতে পারে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: