দুই-তিন দিনে ইউক্রেন শহরটি পুনর্দখল করতে পারবে ইউক্রেন
প্রকাশিত:
১০ জুন ২০২২ ০৩:১৪
আপডেট:
১২ জুন ২০২২ ০৮:০৮

লুহানেস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্ক শহরের প্রায় পুরোটাই দখল করতে সমর্থ হয়েছে রাশিয়া। বর্তমানে শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল ইউক্রেনের হাতে আছে রয়েছে।
তবে মাত্র ২-৩ দিনের মধ্যে সেভেরোদোনেৎস্ক আবার পুনর্দখল করতে পারবে ইউক্রেন। যদি পশ্চিমাদের দুরপাল্লার অস্ত্র ইউক্রেনীয় কাছে পৌঁছায় এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। এমনটি দাবি করেছেন লুহানেস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই গাইডে।
এ ব্যাপারে আঞ্চলিক গভর্নর সের্গেই হাইডে বলেন, যত দ্রুত আমরা রাশিয়ার আর্টিলারির বিরুদ্ধে আমাদের দুরপাল্লার আর্টিলারি ব্যবহার করতে পারব, আমাদের স্পেশাল ফোর্সের সেনারা দুই-তিন দিনের মধ্যে শহরটি পরিস্কার (রুশ সেনাদের হটিয়ে দিতে পারবে) করতে পারবে।
এদিকে বর্তমানে নিজেদের সব সামরিক শক্তি সেভেরোদোনেৎস্কে মোতায়েন করেছে রাশিয়া।
সেভেরোদোনেৎস্কে তাদের অব্যহত গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেন।
প্রথমে রাশিয়া সেভেরোদোনেৎস্কের আবাসিক ব্লকটি দখল করে। এরপর তারা বাণিজ্যিক ব্লকটি দখল করার মিশন শুরু করে।
রুশদের আক্রমণ প্রতিহত করে দুইদিন পাল্টা আক্রমণও করেছিল ইউক্রেন। এর মাধ্যমে তারা কিছু সময়ের জন্য শহরটির অর্ধেক অংশ পুনর্দখল করতে সমর্থ হয়। কিন্তু রুশ বাহিনী আক্রমণ বাড়িয়ে দিলে তাদের সরে যেতে হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: