ভুল দেশকে একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: পুতিন
প্রকাশিত:
১৮ জুন ২০২২ ০৮:৪৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫১

যুক্তরাষ্ট্র ভুল দেশকে একঘরে করার চেষ্টা করেছে বলে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে একটি বাণিজ্যিক ফোরামে একথা বলেন তিনি।
ভুল দেশ বলতে নিজ দেশ রাশিয়াকে বুঝিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি আরও বুঝিয়েছেন, রাশিয়া হলো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। তাদের ইচ্ছে করলেই যে কেউ শক্তিহীন করে দিতে পারবে না।
তিনি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের অন্যন্য অঞ্চলগুলোতেও যে শক্তির কেন্দ্র আছে সেটি যুক্তরাষ্ট্র ইচ্ছে করেই স্বীকার করে না।
তাছাড়া পশ্চিমা দেশগুলোরও কড়া সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা এখনো বিশ্বের অন্য দেশগুলোকে গত শতকের চোখে দেখে। তারা এখনো অন্য দেশগুলোকে তাদের কলোনি হিসেবে মনে করে।
এরপরই পুতিন বলেন পশ্চিমা ও যুক্তরাষ্ট্র ভুল দেশকে একঘরে করার চেষ্টা করছে।
রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিশ্বের অনেক দেশ আছে যারা রাশিয়ার সঙ্গে কাজ করতে চায়। তিনি সেসব দেশগুলোর নাম বলবেন না। তবে রাশিয়ার সঙ্গে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ আছে।
সূত্র: বিবিসি
সম্পর্কিত বিষয়:
ভ্লাদিমির পুতিন
আপনার মূল্যবান মতামত দিন: