শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


সিরিয়ায় বাসে হামলায়, ১১ সেনা সদস্যসহ নিহত ১৩


প্রকাশিত:
২১ জুন ২০২২ ১৯:৩৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:০৯

ছবি-সংগৃহীত

সিরিয়ায় বাসে হামলায় ১১ সেনা সদস্য এবং দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য।

সোমবার (২০ জুন) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাক্কায় এ ঘটনা ঘটে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স ও আল-জাজিরার।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আল-জিরা এলাকায় রাক্কা-হোমস মহাসড়কে একটি ‘বেসামরিক বাস’ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে ১৩ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, হামলার শিকার বাসটি সামরিক যান। যুদ্ধ-বিগ্রহ পর্যবেক্ষক এ সংস্থাটি জানিয়েছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) বা আইএসআইএসের সদস্যরা আল-রাক্কা মরুভূমির জাবাল আল-বাশারি এলাকায় ওই সামরিক যানে হামলা করেছে।

এ ঘটনায় বেশ কিছু লোক গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে এসওএইচআর।


সম্পর্কিত বিষয়:

আল-জাজিরা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top