মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৭৫ দেশে মাংকিপক্স, আক্রান্ত ১৬ হাজার


প্রকাশিত:
২৪ জুলাই ২০২২ ২০:১৯

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:২৬

ছবি-সংগৃহীত

সারাবিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানান ডাব্লিউএইচও’র মহাপরিচালক। এই প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। রয়টার্স জানিয়েছে, মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ সতকর্তা জারি করল সংস্থাটি।

গতকাল শনিবার মাংকিপক্স ইস্যুতে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারকরা। সেখান থেকেই এই ঘোষণা এসেছে।

ডাব্লিউএইচও বলছে, মাংপিক্সের সম্ভাব্য মহামারী ঠেকাতে বৈশ্বিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ডাব্লিউওএইচও মাংকিপক্স প্রার্দুভাবটিকে পুরো দুনিয়ার মানুষের স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে দেখছে।

প্রসঙ্গত, মাংকিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম।

সূত্র: রয়টার্স।


সম্পর্কিত বিষয়:

মাংকিপক্স

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top