বোমা আর বারুদের মধ্যেও বিয়ে বেড়েছে ইউক্রেনে
প্রকাশিত:
২৯ জুলাই ২০২২ ০৩:০১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৪

যুদ্ধকবলিত ইউক্রেনে বোমা আর বারুদের আস্তরণের মাঝে দাঁড়িয়ে তেতিয়ানা নামের এক নারী বিয়ে করেছেন।
তেতিয়ানার বর্ণনায় সেই বিয়ের ঘটনা, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটি বজ্রপাত কিন্তু আকাশ ছিল পরিষ্কার এবং আমি বুঝতে পারলাম গোলাবর্ষণ চলছে।... প্রাসঙ্গিকভাবেই আমি ভাবলাম আমাদের বিয়েটা আপাতত বাতিল করা উচিত কিন্তু আমার বাগদত্তা আমাকে বলল, এই যুদ্ধের আমাদের পরিকল্পনা মাটি করার কোনো অধিকার নেই।’
এভাবেই যুদ্ধকে পাশ কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন তেতিয়ানা দম্পতি। তার মতো আরও অনেকেই অনিশ্চয়তা সঙ্গে নিয়ে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।
তেতিয়ানার এলাকায় রুশ সেনা অভিযানের প্রথম সপ্তাহে ১৬০০ বিয়ে নিবন্ধিত হয়েছে, যা ২০২০ সালের পুরো বছরের চেয়েও অনেকটা বেশি। ২০২০ সালে ওই এলাকায় এক হাজার ৩০০ বিয়ে হয়েছিল।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ আগ্রাসনের পাঁচ মাসে বিয়ে নিবন্ধন হয়েছে ৯ হাজার ১২০টি, যা ২০২১ সালের একই সময়ের চেয়ে আট গুণ বেশি। এই সময়ে গেল বছর কিয়েভে বিয়ে নিবন্ধন হয়েছিল এক হাজার ১১০টি।
আনাসতাসিয়া নামের একজন, যার গায়ে ছিল যুদ্ধের পোশাক, তিনি বলেন, ‘যুদ্ধের সময় বিয়ে করা সাহজের কাজ এবং কঠিন পদক্ষেপও বটে। কারণ আপনি জানেন না ভবিষ্যতে কী ঘটছে।’
সূত্র: এএফপি, এনডিটি
সম্পর্কিত বিষয়:
ইউক্রেন
আপনার মূল্যবান মতামত দিন: