ভারতে বিয়ে করলেন রাশিয়া-ইউক্রেনের যুগল
প্রকাশিত:
৫ আগস্ট ২০২২ ০৪:৩০
আপডেট:
৫ আগস্ট ২০২২ ০৪:৩১

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ সামিরক অভিযান’ শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি থেকে । এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ, রকেট-মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন।
যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা। জীবন বাঁচাতে তারা প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এখনও অনিশ্চয়তায় দিন কাটছে সেখানকার বাসিন্দাদের।
তবে ইউক্রেনবাসীর আপাতত রাগের কারণ রাশিয়া কিন্তু সেখানকার মানুষদের উপর নয়। পুতিনের নীতির উপর রাগ থাকলেও যুদ্ধ পরিস্থিতির মাঝেও এক মেলবন্ধনের বার্তা দিলেন দুই দেশের যুগল।
সার্গেই নোভিকভ রাশিয়ার নাগরিক, যিনি কাজের সূত্রে থাকেন ইসরায়েলে। আর তার বান্ধবী ইউক্রেনের বাসিন্দা ইলোনা ব্রামোকা। দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিজেদের প্রেমকে পূর্ণতা দিলেন।
যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালাতে বিদেশি রীতিতে বিয়ে ও খাওয়া-দাওয়ার মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়েছে । সেই বিয়ে ঘিরে ভারতের সাজ সাজ রব , সঙ্গে চলে নাচ-গান। রীতি মেনে বিয়ে করে দুই দেশের নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছেন ইলোনা ও নোভিকভ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: