হোয়াইট হাউসের পাশে বজ্রপাত, নিহত ৩
প্রকাশিত:
৭ আগস্ট ২০২২ ০১:০১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:১৮

মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন কিছু সংখ্যক মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনায় দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যূ হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
সম্পর্কিত বিষয়:
হোয়াইট হাউস
আপনার মূল্যবান মতামত দিন: