লেজিসলেটিভ বিভাগের সচিবের মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রীর শোক
প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০৩:৪৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:১৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ পৃথক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী প্রয়াত নরেন দাসের স্বর্গীয় আত্মার শান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রয়াত নরেন দাস আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন।
সম্পর্কিত বিষয়:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আপনার মূল্যবান মতামত দিন: