বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


রিফাত হত্যা: আদালতে আয়শার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৪

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫১

ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৭ নম্বর আসামি ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকার পক্ষে তাঁর আইনজীবীরা আজ রোববার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। এই যুক্তিতর্ক উপস্থাপন শেষের মধ্য দিয়ে এই হত্যা মামলার রায়ের দিন ধার্য হবে। আদালত আজ রায়ের তারিখ ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন আয়শার আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

এর আগে এ মামলার নয় আসামির পক্ষে–বিপক্ষে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

যুক্তিতর্ক শুরুর আগে আয়শার আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আজ আদালতে আয়শার পক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব। আশা করি, আজই আমাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। এর মধ্য দিয়ে রিফাত হত্যা মামলার ১০ আসামির বিচার কার্যক্রম শেষ হবে। এরপর এ মামলার রায়ের জন্য আদালত তারিখ নির্ধারণ করবেন।’ তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা আয়শা সিদ্দিকার জামিনের মেয়াদ আজ শেষ হয়েছে। আজ আমার জিম্মায় পুনরায় জামিনের জন্য আদালতে আবেদন করব।’

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর রিফাতকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে তিনি মারা যান। পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় আয়শাকে।

পরে গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফের স্ত্রী আয়শাসহ প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। মো. মুসা নামের এক আসামি পলাতক রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top