নাশকতার মামলায় জামায়াতের ৮ নেতা রিমান্ডে
প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৩ ২০:৪৪
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৪৬

নাশকতার মামলায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৮ এপ্রিল) আট আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় সেলিম উদ্দিনের দশ দিন এবং অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামি সেলিমের পাঁচ দিন এবং অপর সাতজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বিষয়টি জানিয়েছেন।
রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- ঢাকা উত্তর মহানগরী মজলিসের শুরার সদস্য ও বসুন্ধরা আবাসিক এলাকার আমির আবুল বাশার, বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ, মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক ওরফে আনোয়ার হোসেন মোল্লা, সমর্থক শিব্বির আহম্মদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলী ও আব্দুল হাকিম সরকার।
এর আগে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ সকালে ভাটারা থানায় নাশকতার মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: