জবি শিক্ষার্থী খাদিজার মুক্তিতে বাধা নেই
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৩ ১৬:০৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কোবরাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
এর আগে খাদিজাতুল কোবরাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। ২০২০ সালের ১১ অক্টোবর নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক খাইরুল ইসলাম।
মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মাজহারুল ইসলাম। আদালত এই চার্জশিট গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সঞ্চালক গ্রেফতার হলেও মেজর দেলোয়ার পলাতক রয়েছেন।
ওই মামলায় আরেক আসামি মেজর (অব) দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
সম্পর্কিত বিষয়:
#আওয়ামী লীগ
আপনার মূল্যবান মতামত দিন: