চট্টগ্রাম-৪: সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:০৫

নির্বাচনী হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি মো. অজি উল্যাহ।
আপনার মূল্যবান মতামত দিন: