আটক শিশুদের মুক্তি বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ০১:৫৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৯

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হয়েছে। বিচারপতিরা নিজ নিজ বাসা থেকে রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।
এতে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এবং ইউনিসেফের প্রতিনিধি।
জানা গেছে, দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন বা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: