রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ময়মনসিংহে মানহানির ২ মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪ ১৭:২১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৪২

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির অভিযোগে হওয়া দুইটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে মামলা দুইটি করেছিলেন। দুটি মামলাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। এরপর মামলা দুইটির মধ্যে ২০১৫ সালের একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। সর্বশেষ আজ (৩১ অক্টোবর) ময়মনসিংহ আদালত আসামির পক্ষে রিকল প্রদান করে তারেক রহমানকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top