বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নোভারটিসের শেয়ার হস্তান্তরের রিট প্রত্যাহার, দায়ের হবে নতুন করে


প্রকাশিত:
৬ মার্চ ২০২৫ ১৭:২৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ১২:৪৩

ছবি সংগৃহীত

বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে রিটের পক্ষের আইনজীবীরা প্রত্যাহারের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যাহার করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার।

পরে আইনজীবী অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার বলেন, নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের আমরা আরো ডকুমেন্টস সংগ্রহ করেছি। এগুলো সংযুক্ত করে এখন নতুন করে রিট দাখিল করবো।’ রাষ্ট্রের অর্থপাচার ঠেকাতে নোভারটিসের শেয়ার হস্তান্তরে তদন্ত নিশ্চিত করা জনগুরুত্বপূর্ণ বলে দাবি করেন এ আইনজীবী।

শিগগিরই নতুন করে রিট দায়ের করা হবে বলে জানান তিনি।

আইনজীবী জানান, নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top