নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়না তদন্ত করতে রিট
প্রকাশিত:
১০ মার্চ ২০২৫ ১৫:২১
আপডেট:
১১ মার্চ ২০২৫ ২৩:২৬

নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়না তদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে।
রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারী মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়েছে।
এর আগে, গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।
রিটকারী আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, পাকিস্তানসহ অনেক দেশে নারীর মরদেহের ময়না তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এ বিষয়ে আমাদের দেশেও গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলে একজন সাবেক বিচারপতি আর্টিকেল লিখেছেন। এছাড়া সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় নারীর মরদেহের ময়না তদন্ত একজন নারী চিকিৎসক দিয়ে করাই বাঞ্ছনীয়। এসব কারণে আমরা নারীর মরদেহের ময়না তদন্তের জন্য নারী চিকিৎসক দিয়ে করানোর ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরির করতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে আবেদন করেছিলাম। কিন্তু সে বিষয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট ফাইল করেছি।
চলতি সপ্তাহের শেষের দিকে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: