কানাডার বেগমপাড়ায় এমপি শিমুলের বাড়ি আছে কি-না জানতে চান হাইকোর্ট
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৩
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৬

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর নামে প্রায় দুই মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ করে বেগমপাড়ায় ডুপ্লেক্স বাড়ি কিনেছেন কি-না জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে কি-না সেই তথ্যও জানতে চেয়েছেন আদালত।
নাটোরের সানরাইজ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরীকে এ তথ্য দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এ সংক্রান্ত প্রতিবেদনের কপি জমা দিতে বলা হয়েছে।
‘স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনেছেন এমপি শিমুল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এডিশন পার্টি (পক্ষভুক্ত) হওয়ার জন্য এক ব্যক্তির করা আবেদন শুনানি নিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: