মাদক মামলায় রাজের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ০২:০২
আপডেট:
২৬ অক্টোবর ২০২১ ০৩:৩১

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ অভিযোগপত্র গ্রহণ করেন। পাশাপাশি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বনানীতে নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। রাত সাড়ে ১০টার দিকে রাজকে তার বাসা থেকে বের করা হয় এবং মাদক জব্দ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: