মারা গেছেন আইনজীবী বাসেত মজুমদার
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ২১:১১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২১

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বেস ত্যাগ করেন।
আব্দুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বাবা মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে হার্ট অ্যাটাক হলে ২৪ অক্টোবর তার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: