বিচারক কামরুন্নাহারকে শোকজ করা হবে: আইনমন্ত্রী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০৮:০৭
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৪:১৫

ছবি-সংগৃহীত
ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়ার বিষয়ে পর্যবেক্ষণের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার (১৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। মাননীয় প্রধান বিচারপতি শোকজ লেটার পাঠাবেন। এ শোকজ লেটার যখন আমাদের কাছে পাঠানো হবে, আমরা তার (বিচারক) কাছে পাঠিয়ে দেব।’
ওই চিঠি পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি এখনো চিঠি পাইনি। তবে, শুনেছি যে, চিঠি পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির চিঠি পেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেবে।’
আপনার মূল্যবান মতামত দিন: